Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, নিয়ামতপুর, নওগাঁ

সিটিজেন চার্টার

 

 

ক্রঃনং:          

 সেবা সমূহ

 সেবা প্রদানকারী

 সেবাদানের সময়সীমা

  মন্তব্য

অসুস্থ গবাদি প্রাণি ও হাঁস-মুরগীর চিকিৎসাওব্যবস্থাপনা প্রদান।

(ক) হাসপাতালে

(খ) কৃষকের বাগি/খামারে/চেম্বারে

(গ)গবাদি প্রাণি ও হাঁস-মুরগীরনমুনা(গোবর, রক্ত, নমুনা পরীক্ষা ও          প্রয়োজনবোধে আঞ্চলিক রোগ অনুসন্ধান গবেষনাগারে প্রেরণ করা।

  ভি,এস

সকাল ৯.০০টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত।

(প্রয়োজনে অফিস সময় পরে)

বিনামূল্যে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে বিনামূল্যে

(ক) গবাদি পশু ও হাঁস-মুরগীর টিকাবীজ সরবরাহ/ বিক্রয়

(খ)উন্নত জাতের ঘাসের কাটিং, বীজ সরবরাহ (প্রাপ্তি সাপেক্ষে)

ইউ,এল,ও/ইউ,এল,এ/ভি,এফ,এ 

সকাল ৯.০০টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত।

মূল্যে তালিকা মোতাবেক ঐ

(ক)প্রযুক্তি হস্তান্তরের নিমিত্তে কৃষক প্রশিক্ষণ, গবাদি প্রাণি ও হাঁস-মুরগী বিষয়ে প্রশিক্ষণ প্রদান।

প্রকল্পের সংস্থান অনুসারে।

(খ)ক্ষুদ্র ঋণ বিতরণের নিমিত্তে সুফলভোগী নির্বাচন, ঋণ বিতরণ ও ঋণ আদায়।

প্রকল্পেরবিধি মোতাবেক

 

(গ) গবাদি প্রাণি ও হাঁস-মুরগী রোগাক্রান্ত এলাকা পরিদর্শন, নমুনা সংগ্রহ ও রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

বিনামূল্যে

 

(ঘ) ব্যাক্তি মালিকাধীন গবাদি প্রাণি ও হাঁস-মুরগীর খামার স্থাপনে  উৎবুদ্ধ করণ ও রেজিষ্ট্রেশন করার ব্যবস্থা করা।

বিনামূল্যে সরকারীবিধি মোতাবেক।

 

(ঙ) প্রাকৃতিক দূর্যোগ চলাকালীন সময়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিও বেসরকারী সেবামুলক প্রতিষ্ঠানের সহযোগীতায় গবাদি প্রাণি ও হাঁ-মুরগীর জরুরী চিকিৎসা,টিকাদান ও ত্রান বিতরণ।

বিনামূল্যে সরকারীবিধি মোতাবেক।

 

(চ) উন্নত জাতের গবাদি প্রাণি ও হাঁস-মুরগীর খামারী ও কৃষকদের অনুদান প্রদান।

ইউ, এল, ও এবং ভি, এস

সরকারঘোষিত নিতিমালা মোতাবেক।

 

(ছ) রোগাক্রান্ত এলাকা চিহ্নিত করণ ও প্রয়োজনীয় টিকা প্রদানের ব্যবস্থা প্রদান।

 

 

 

 

(জ) কৃত্রিম প্রজনন উপকেন্দ্র, পয়েন্টে আনীত গাভী প্রজননের ব্যবস্থা গ্রহণ, গর্ভবতী গাভীর গর্ভ পরীক্ষা করণ।

 এফ, এ/এ, আই

 

 

 

     যথাসময়ে সেবা না পাওয়া গেলে যার সহায়তা চাইবেনঃ      জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নওগাঁ

                                           টেলিফোন নং:০৭৪১-৬২৪০১